ডলার ইনকাম করার গোপন টিপস পেমেন্ট বিকাশে
ডলার ইনকাম বিকাশে পেমেন্ট এখন খুব সহজেয়। বর্তমানে আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করে থাকি এবং এই ব্যবহার দিন দিন বাড়ছে। ইন্টারনেট ব্যবহার করে শুধু সময় অপচয় না করে ফ্রিতে ডলার ইনকাম করতে পারবেন। ডলার ইনকাম করা সিখতে আমাদের পোস্ট সম্পূর্ণ পড়ুন।
বর্তমান সময়ে ডলার ইনকাম বিকাশে পেমেন্ট অনেক সহজ যদি আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়েন। আমাদের সম্পূর্ণ পোস্ট জুরে আলোচনা করেছি কিভাবে ফ্রিতে ডলার ইনাকাম করবেন এবং সেটির পেমেন্ট বিকাশে নিবেন। আসুন বিস্তারিত জেনেনি।
পেজ সুচিপত্রঃ ডলার ইনকাম বিকাশে পেমেন্ট
ডলার ইনকাম বিকাশে পেমেন্ট
ডলার ইনকাম বিকাশে পেমেন্ট সম্পর্কে জেনেনিন আজকের এই পোস্ট থেকে। আমরা যে সময়
নষ্ট করি অনলাইনে ভিডিও দেখে বা ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, এই সময় নষ্ট
না করে ঘরে বসে থেকে শুধু এই ইন্টারনেটে বিভিন্ন ছোট ছোট কাজ করে ভালো পরিমানে
ডলার ইনকাম করতে পারেন খুব সহজে। আর পেমেন্ট নিয়ে কোন চিন্তা নেই আপনার পার্সোনাল
বিকাশ অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন ডলারের টাকা।
ডলার ইনকাম করতে তেমন কোন কঠিন কাজ করার প্রয়োজন পরেনা। এছাড়া আপনার কোন টাকা
ব্যায়ও করতে হয়না। অল্প কিছু কাজ পুরন করার মাধ্যমে প্রতিদিন জিতে নিতে পারেন
ভালো পরিমান ডলার। বর্তমানে যেমন ইন্টারনেট বাবহারকারি বাড়ছে তেমনি ইন্টারনেটে
কাজের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আপনাদের শুধু সঠিক কাজ খুজে সেটা সঠিক ভাবে করতে
হবে।
তবে সমস্যা নাই, কাজ কথায় করবেন কিভাবে করবেন তা জেনেজাবেন আমাদের এই পোস্ট
সম্পূর্ণ পড়ার মাধ্যমে। কাজের স্থান, কিভাবে করবেন এবং কত টাকা পাবেন, টাকা নিবেন
কথায় কিভাবে নিবেন সব কিছু জানবেন আমাদের এই পোস্ট থেকে। ডলার ইনকাম করা খুব কঠিন
নই শুধু ছোট ছোট কাজ সম্পূর্ণ করার মাধ্যমে এই ডলার ইনকাম করতে পারবেন।
ফ্রি ডলার ইনকাম সাইট পেমেন্ট বিকাশে
ফ্রি ডলার ইনকাম সাইট পেমেন্ট বিকাশে এখন অনেক সহজ। ইন্টারনেটে এমন অনেক সাইট আছে
জেগুলতে কাজ করে আপনি প্রতিদিন ভালো পরিমানে ডলার ইনাকাম করতে পারবেন। সাইট গুলতে
ছোট ছোট কিছু টাস্ক বা কাজ সম্পূর্ণ করার মাধ্যমে এই ডলার ইনকাম করতে পারবেন।
পেমেন্ট নিয়ে নিতে পারবেন আপনার বিকাশে। আসুন বিস্তারিত জেনেনি ফ্রি ডলার ইনকামের
সাইটগুলি সম্পর্কে।।
- my points
- rapid workers
- clip claps
- future points
- weaxoypay.com
- survey junkie
- terabox
- reword xp
- sohoj affiliets
- cashzine
my points: অনলাইনে ফ্রি ডলার ইনাকামের জন্যে ভালো কিছু সাইটের মধ্যে
এটি একটি সেরা সাইট। আপনি খুব সহজে এখানে আপনার একাউন্ট তৈরি করে ফেলতে পারবেন।
নতুন অ্যাকাউন্ট খোলার জন্যে আপনি প্রথমে পেয়ে জাবেন ১০ডোলার একদম ফ্রিতে বোনাস
হিসেবে। প্রতিদিন লগিন করার মাধ্যমে পয়েন্ট যোগার করতে পারবেন। এরকম ছোট ছোট
কাজ করার ফলে আপনি পয়েন্ট যোগার করতে পারবেন।
প্রতিদিন অ্যাড দেখে বা বিভিন্ন ভিডিও দেখে আপনি এই পয়েন্ট গুলো যোগ করতে পারবেন
আপনার আইডিতে। এছাড়া কোন বন্ধুকে রেফার করার মাধ্যমে পেয়ে জাবেন সব থেকে অধিক
পরিমানে পয়েন্ট। পয়েন্ট এর সংখ্যা যখন বেশি হবে সেটি দিয়ে ডলারে পরিবর্তন করে
নিতে পারবেন। ডলার গুলকে আপনার ওয়ালেটে যোগ করে বিক্রি করে টাকা আপনার বিকাশ
একাউন্টে নিতে পারবেন খুব সহজে।
rapid workers: রাপিড এর অর্থ হলো দ্রুত, অর্থাৎ দ্রুত ডলার ইনকাম
করার জন্যে এটি একটি সেরা সাইট। এখানে আপনি ছোট ছোট কাজের মাধ্যমে ডলার যুক্ত
করতে পারবেন আপনার আইডিতে। যেমনঃ নতুন আইডি খুলে, সাইটে বিভিন্ন লাইক কর, কমেন্ট
করে এবং বন্ধুদের রেফার করে আপনি ভালো পরিমানে ডলার ইনকাম করতে পারবেন খুব সহজে।
পেমেন্ট নিতে পারবেন বিকাশে কোন চিন্তা ছাড়া।
clip claps: এটি একটি ভিডিও মাধ্যম প্লাটফর্ম। এখানে আপনি ভিডিও তৈরি করে
আপলোড করে, বিভিন্ন ভিডিওতে লাইক করে, কমেন্ট করে এবং বন্ধুদের কাছে সেগুলো শেয়ার
করে ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন। আর পেমেন্ট নিতে পারবেন বিকাশে।
future points: এই সাইটে খুব দ্রুত ডলার ইনকাম করতে পারবেন এবং ডলার ইনকাম
করা অনেক সহজ। নতুন অ্যাকাউন্ট খুললেই পেয়ে জাবেন ১০ডোলার। এছাড়া বন্ধুদের রেফার
করে তাদের কাজের থেকে ১০পারছেন্ট কমিশন অর্জন করতে পারবেন। এভাবে এই সাইট থেকে
প্রতিদিন ডলার ইনকাম করতে পারবেন। পেমেন্ট এর জন্যে প্রথমে কোন ওয়ালেটে ডলার যোগ
করতে হবে সেখান থেকে খুব সহজে বিকাশে টাকা নিয়ে নিতে পারবেন।
weaxoypay.com: এই সাইট থেকে সহজে ইনকাম করতে পারেন ডলার। এর জন্যে আপনাকে
একটি নতুন আইডি খুলতে হবে, আইডি খুলার জন্যে ১০ডোলার পেয়ে জাবেন ফ্রিতে। প্রতিদিন
সাইটে ঢোকার মাধ্যমে আপনি ডলার পাবেন এবং আপনার বন্ধুদের রেফার করে প্রতি রেফারে
আপনি ভালো পরিমানে ডলার ইনকাম করতে পারবেন। ডলার গুলো আপনি আপনার ওয়ালেট একাউন্টে
যোগ করতে পারবেন সেখান থেকে বিকাশে টাকা নিতে পারবেন।
আরও পড়ুনঃ অল্প পুঁজিতে লাভজনক বাবসা গোপন টিপস
survey junkie: অনলাইন প্লাটফর্মের সব থেকে সহজ কাজ সার্ভে করা। এই সার্ভে
করে আপনি প্রতিদিন ভালো পরিমানে ইনকাম করতে পারবেন। প্রতিদিন সার্ভে করে প্রায় ৫
থেকে ১০ ডলার ইনকাম করতে পারবেন খুব সহজে। এখানে সহজে ভালো পরিমানে ডলার ইনকাম
করতে পারবেন। ডলার গুলো আপনার ওয়ালেট একাউন্টে যোগ করতে পারবেন খুব সহজে। সেখান
থেকে ডলার থেকে টাকা করে বিকাশে নিয়ে নিতে পারবেন।
terabox: এটি একটি লিঙ্ক শেয়ার সাইট। এই সাইটের লিঙ্ক আপনি যখন কোন বন্ধু
বা কাওকে দিবেন আপনার লিঙ্কে কেও ঢুকলে সেখান থেকে ভালো পরিমানে ডলার ইনকাম করতে
পারবেন। এই সাইটে বিভিন্ন ভিডিও থাকে যেগুলো শেয়ার করার মাধ্যমে আপনি ডলার ইনকাম
করতে পারবেন। ডলার গুলো আপনার ওয়ালেটে নিতে পারবেন সেখান থেকে সহজে বিকাশে নিয়ে
নিতে পারবেন।
reword xp: এই সাইটে খুব সহজে ডলার ইনকাম করতে পারবেন। ডলার ইনকামের জন্যে
বিভিন্ন টাস্ক পুরন করতে হয়। আপনার রেফার লিঙ্ক শেয়ার করে, বিভিন্ন ভিডিও দেখে,
অ্যাড দেখে এবং সাইটে সময় কাটিয়েও ডলার ইনকাম করতে পারবেন। এই সাইটে আপনি ভালো
পরিমানে ডলার ইনকাম করতে পারবেন। পেমেন্ট আপনার ওয়ালেট একাউন্ট নিয়ে নিতে পারবেন।
যেখান থেকে বিকাশে পেমেন্ট নিতে পারবেন খুব সহজে।
sohoj affiliets: এটি অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি সাইট। অনলাইনের
বিভিন্ন পণ্য আপনার মাধ্যমে বা আপনার লিঙ্কের মাধ্যমে বিক্রি করে আপনি ভালো
পরিমানে টাকা ইনকাম করতে পারবেন। এই কাজের জন্যে যেকোনো পণ্য বিক্রির জন্যে আপনার
নিজের লিঙ্ক তৈরি করতে হবে এবং আপনার বিভিন্ন সোশ্যাল একাউন্টে সেটা প্রকাশ করে
সেটি থেকে জেরকম পরিমানে বেক্তি পণ্যটি কিনবে আপনি সেরকম ইনকাম করতে পারবেন।
cashzine: এই সাইট থেকে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন কিন্তু একটু কাজ
করা লাগবে। কিন্তু কাজ গুলো করার ফলে আপনি ভালো পরিমানে ডলার ইনকাম করতে পারবেন।
এখানে কাজের মধ্যে রয়েছে আর্টিকেল পাবলিশ, আর্টিকেল পরতে হবে, বিভিন্ন আর্টিকেল
শেয়ার করা এবং লিঙ্ক গুলো অন্যদের কাছে শেয়ার করার মাধ্যমে ভালো পরিমানে ডলার
ইনকাম করতে পারবেন।
ওপরের প্রত্যেকটি সাইট থেকে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন। সাইট গুলো থেকে ডলার
ইনকাম অনেক সহজ। বিভিন্ন ভিডিও দেখে বা নতুন জিমেল একাউন্ট যুক্ত করে বা নতুন
একাউন্ট খুলে, বন্ধদের কাছে লিঙ্ক শেয়ার করে অ্যাড দেখে ভালো পরিমানে ডলার ইনকাম
করতে পারবেন। ডলার গুলো আপনার ওয়ালেট একাউন্টে নিয়ে নিতে পারবেন সেখান থেকে
বিকাশে আপনার পার্সোনাল একাউন্টে টাকা নিয়ে নিতে পারবেন।
ভিডিও দেখে ডলার ইনকাম
ভিডিও দেখে ডলার ইনকাম করতে পারবেন খুব সহজে। ইন্টারনেটে ঘুরাঘুরি করে সময় নষ্ট
না করে সে সময়টা কাজে লাগিয়ে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন। বর্তমানে ডলার
ইনকাম অনেক সহজ যদি আপনি সঠিক উপায় যেনে থাকেন। ডলার ইনকামের সব থেকে সহজ উপায়
হচ্ছে ভিডিও দেখে ইনকাম। আসুন দেখেনি কোন কোন সাইট থেকে ভিডিও দেখে ডলার
ইনকাম করা যায়।
- taka income pro
- ads tube- earn by watching ads
- clip claps
- perk tv
- inboxdollers
- cash earning app
- freelancingview
- prizerebel
- grab point
ওপরের প্রত্যেকটি সাইট থেকে আপনি শুধু ভিডিও দেখার মাধ্যমে ভালো পরিমানে ডলার
ইনকাম করতে পারবেন। প্রতিদিনের একটা টাস্ক থাকবে যে কয়েক ঘণ্টা বা কিছু সময়
ভিডিও দেখার ফলে আপনাকে এত পরিমানে ডলার দেয়া হবে। এভাবে ওপরের সাইট গুলো থেকে
ভিডিও দেখার মাধ্যমে ভালো পরিমানে ডলার ইনকাম করতে পারবেন। আর পেমেন্ট এর জন্যে
প্রথমে ওয়ালেট এবং সেখান থেকে বিকাশে টাকা নিয়ে নিতে পারবেন।
অ্যাড দেখে ফ্রি ডলার ইনকাম
অ্যাড দেখে ফ্রি ডলার ইনকাম করতে পারবেন খুব সহজে। আপনার প্রধান এবং একমাত্র কাজ
হবে শুধু অ্যাড দেখা। আপনি যখন প্রত্যেকটি অ্যাড দেখবেন তখন আপনার একাউন্টে ডলার
যুক্ত হতে শুরু করবে। সাইট গুলতে আপনি একাউন্ট খুলে প্রতিদিন অ্যাড দেখার টাস্ক
পুরন করবেন। আপনি প্রতিদিন জত বেশি অ্যাড দেখবেন আপনার একাউন্টে ঠিক তত বেশি ডলার
যোগ হবে। আসুন জেনেনি ডলার ইনকামের সাইট গুলো
- workup job
- workupplace
- cash app
- adwallet
- clicksense
- neobux
- zoom bucks
ওপরের প্রত্যেকটি সাইট থেকে আপনি ভালো পরিমানে ডলার ইনকাম করতে পারবেন
প্রতিদিন। এর জন্যে আপনাকে শুধু একটি নতুন একাউন্ট খুলে ফেলতে হবে তারপর
প্রতিদিনের অ্যাড দেখার টাস্ক পুরন করতে হবে। টাস্ক পুরন করতে পারলে প্রতিদিন
ভালো পরিমানে ইনকাম করতে পারবেন খুব সহজেই। ফ্রি ডলার গুলো নিয়ে নিতে পারবেন
আপনার ওয়ালেট একাউন্টে এবং সেখান থেকে আপনার বিকাশে।
অনলাইন ইনকাম সাইট পেমেন্ট বিকাশে
অনলাইন ইনকাম সাইট পেমেন্ট বিকাশে এরকম সকল সাইট সম্পর্কে বিস্তারিত জানবেন এই পোস্ট থেকে। অনলাইনে অনেক সাইট আছে যেগুলো থেকে ভালো পরিমানে ইনকাম করা যায়। সাইট গুলতে কাজ করে সরাসরি বিকাশে পেমেন্ট নিয়ে নিতে পারবেন। ইন্টারনেটে সময় নষ্ট না করে এই কাজ গুলো করে ভালো পরিমানে অর্থ উপার্জন করতে পারবেন। আসুন জেনেনি সাইটগুলো সম্পর্কে।
- daraz
- bkash refer
- shopup resseler
daraz: দারাযে কাজ করার মাধ্যমে আপনি ভালো পরিমানে ইনকাম করতে পারবেন। দারায এর কাজকে বলা হয় কোন পুজি বা কোন পণ্য ছাড়া নিজের ব্যবসা। আপনি দারযের পণ্য বিক্রি করবেন আপনার মাধ্যমে, আপনার লিঙ্কের মাধ্যমে যখন কেও ওই পণ্যটি কিনবে তখন সেখান থেকে ভালো পরিমানে লাভ ইনকাম করতে পারবেন খুব সহজে। নিয়মিত কাজ করলে প্রতিদিন ভালো রকমের ইনকাম করতে পারবেন।
bkash refer: বিকাশ রেফার করে ভালো পরিমান ইনকাম করতে পারবেন। কাজটি অনেক সহজ এবং ইনকাম এর পরিমানও ভালই। আপনার যেসব বন্ধু বা কাছের মানুষের বিকাশ একাউন্ট নাই, তাদের ফোনে আপনার একাউন্ট থেকে রেফার লিঙ্ক দিয়ে তাদের নতুন আইডি খুলে দিতে পারলেই আপনি পেয়ে জাবেন বোনাস। প্রতিদিন এভাবে রেফার করে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন।
shopup resseler: এটি একটি অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট। এখানে অনেক পণ্য থাকে যা আপনার না হওয়া সত্ত্বেও আপনি বিক্রি করতে পারবেন। পন্যগুল আপনার লিঙ্কের মাধ্যমে বিক্রি করতে পারলে পেয়ে জাবেন ভালো পরিমানে একটি কমিশন। প্রতিদিন ভালো পরিমানে পন্য বিক্রি করে বিকাশে নিয়ে নিন ভালো পরিমান টাকা।
আরও পড়ুনঃ ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
ordinaryit: এই সাইট থেকে প্রতি মাসে প্রায় ১৫হাজার টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসেই। কাজ গুলো অনেক সহজ, শুধু আর্টিকেল লিখা। প্রতিদিন ২টি করে আর্টিকেল লিখে দেওয়ার মাধ্যমে আপনি পাবেন ১৫হাজার টাকা। পেমেন্ট পেয়ে জাবেন আপনার বিকাশ, নগদ বা রকেট একাউন্টে।
ওপরের সাইট গুলো খুব সহজ কাজ গুলো খুব সহজ। আপনি চাইলে আপনার মোবাইল দিয়েই এই ছোট ছোট কাজ গুলো করতে পারবেন খুব সহজেই। ইন্টারনেটে সময় নষ্ট না করে ওপরের কাজ গুলো করে প্রতিদিন ইনকাম করে নিন ভালো পরিমানে টাকা আর পেমেন্ট পাওয়ার কোন সমস্যা নেই। পেমেন্ট আসবে আপনার পার্সোনাল বিকাশ একাউন্টে। চাইলে এখুনি কাজ শুরু করে দিতে পারবেন।
অনলাইনে কাজ করে ডলার ইনকাম
অনলাইনে কাজ করে ডলার ইনকাম এখন অনেক সহজ। অনলাইনে এখন অনেক সাইট আছে জেগুলতে কাজ করে আপনি মোটা অঙ্কের ডলার ইনকাম করতে পারবেন। আজকে আপনাদের কিছু সাইটের নাম বলবো যে সাইট গুলতে কাজ করার মাধ্যমে আপনি প্রফেশনাল ভাবে ডলার ইনকাম করতে পারবেন। আসুন সাইট গুলোর নাম ও বিস্তারিত জেনেনি ।
- fiver
- upwork
- free lancing.com
ওপরের সাইটগুলো যেখানে প্রচুর পরিমানে কাজ পাওয়া যায়। আপনি আপনার দক্ষতা অনুযায়ী এখানে কাজ পাবেন। এখানে অনেক রকমের মানে অনলাইনে করা সম্ভব এরকম সকল প্রকার কাজ আপনি এখানে পাবেন। আপনার প্রফাইল খোলার মাধ্যমে এখানে আপনি কাজ পাবেন। আপনার প্রফাইলে আপনি উল্লেখ করবেন কোন কাজে আপনি পারদর্শী। প্রতিটা কাজ করার মাধ্যমে ভালো পরিমানে ডলার ইনকাম করতে পারবনে।
আপনার প্রফাইল দেখার পরে কোন বায়ার আপনাকে নক করবে আপনাকে কাজ বুঝিয়ে দেবার জন্যে আপনি তার সাথে কথা বলে কাজ গুলো বুঝিয়ে নিবেন। সময়ে মধ্যে কাজটি তাকে ডেলিভার করার মাধ্যমে আপনি আপনার ডলার পেয়ে জাবেন ব্যাংক একাউন্টে। তবে ব্যাংক থেকে আপনি সেই টাকা বিকাশে নিয়ে নিতে পারবেন অ্যাড মানি করে খুব সহজে। এভাবে প্রতিদিন ভালো পরিমানে ডলার ইনকাম করতে পারবেন।
লেখক মন্তব্য - ডলার ইনকাম বিকাশে পেমেন্ট
ডলার ইনকাম বিকাশে পেমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ওপরের সব পোস্ট গুলতে। আপনি সম্পূর্ণ পোস্ট পরলে অবশ্যই বুজতে পারবেন কিভাবে এবং কথায় থেকে ডলার ইনকাম করতে হয়। আর পেমেন্ট নিয়ে তো কোন চিন্তা নেই, পেমেন্ট নিয়ে নিতে পারবেন আপনার বিকাশেই। আপনি ফ্রিতে কিভাবে ডলার ইনকাম করবেন তাও বিস্তারিত বলা হয়েছে।
অনলাইনে ঘুরে বা গেম খেলে সময় নষ্ট না করে ওপরের পদ্ধতি গুলো ব্যবহার করে ভালো পরিমানে ডলার ইনকাম বিকাশে পেমেন্ট নিতে পারবেন। ওপরের সব কাজ গুলো আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন এজন্যে আপনার জন্যে কাজ গুলো অনেক সহজ হবে আরও। ধন্যবাদ পাঠক।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url