মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো এটি জানতে চাইলে আমাদের পোষ্টটি
সম্পূর্ণ পড়ুন। ফ্রিল্যান্সিং শিখবেন কোথায়, কিভাবে কাজ করবেন, কোথায় কাজ
করবেন এবং কেমন ইনকাম করবেন সেসব জানতে আমাদের পোস্ট সম্পূর্ণ পড়ুন।
বর্তমান সময়ে আমরা সকলে ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু অনলাইনে ঘুরে ঘুরে অনেক
সময় অপচয় করি। অথচ এই অনলাইনে কিছু কাজ করে আমরা ঘরে বসে প্রতিদিন ভালো পরিমানে
ইনকাম করতে পারি। আসুন জেনেনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কে।
মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো এই নিয়ে অনেকের চিন্তা। আজকের
সম্পূর্ণ পোস্ট মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কে বলা হুবে। আপনি চাইলে
মোবাইল দিয়েও সহজে ফ্রিল্যান্সিং শিখতে পারেন। এর জন্যে শুধু মোবাইল
এবং ইন্টারনেট সংযোগ প্রয়োজন। ঘরে বসে থেকে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং
করতে পারবেন। আসুন জেনেনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সিখার উপায়গুলোঃ
ইউটিউব থেকে
ফেসবুক থেকে
ফেসবুক গ্রুপে বা পেজ জয়েন হয়ে
ফ্রিল্যান্সিং শিক্ষার ওয়েবসাইট থেকে
কোন ফ্রিল্যান্সিং টিচারের কাছে যুম আপে
কোন সরকারি সংস্থা থেকে
ইউটিউব থেকেঃ আপনি ইউটিউব থেকে খুব সহজে ফ্রিল্যান্সিং
শিখতে পারবেন কোন সমস্যা ছাড়ায়। এর জন্যে আপনাকে প্রথমে কোন টপিক খুজে
নিতে হবে যে আপনি কোন বিষয়ে কাজ করতে চান। কোন বিষয়টা আপনার জন্যে ভালো হবে বা
কোন কাজের বর্তমানে ডিমান্ড বেশি সেটি আগে ইউটিউব থেকে সার্চ করে জেনেনিন।
তারপর আপনার কাছে যে বিষয়টা সহজ এবং ডিমান্ডেবল মনে হয় সেটি নিয়ে আবার
ইউটিউবে সার্চ করেন। তাহলে সেই টপিক বা বিষয়ে অসংখ্য ভিডিও পেয়ে জাবেন। যেগুলো
দেখে আপনি অনায়াসে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন ঘরে বসে মোবাইল দিয়েয়।
ফেসবুক থেকেঃ আপনি ফেসবুক থেকে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন খুব সহজে।
আপনার পছন্দের ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে ফেসবুকে সার্চ করলেই এমন অনেক ভিডিও
পেয়ে জাবেন, যেগুলো দেখে আপনি ফ্রিল্যান্সিং সিখে কাজ করতে পারবেন খুব সহজেয়।
ফেসবুকের সার্চ অপশনে গিয়ে ফ্রিল্যান্সিং যেকোনো বিষয় লিখে সার্চ করুন দেখবেন
আপনার কাঙ্ক্ষিত ভিডিও পেয়ে গেছেন।
ফেসবুক গ্রুপে বা পেজে জয়েন হয়েঃ আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে অথবা পেজে
জয়েন হয়ে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। ফেসবুকে এমন অনেক গ্রুপ বা পেজ রয়েছে
যেগুলো ফ্রিল্যান্সিং সিখানর জন্যে বানানো হয়েছে। অনেক পেজ বা গ্রুপ গুল প্রায়ভেট
হয় অর্থাৎ সেখানে টাকা দিয়ে কোর্স কিনে তারপর জয়েন হতে পারবেন। এছাড়া অনেক ফ্রি
গ্রুপ বা পেজও থাকে যেখানে জয়েন হয়ে তাদের ভিডিও দেখে আপনি খুব সহজে
ফ্রিল্যান্সিং শিখতে পারবেন মোবাইল দিয়ে।
ফ্রিল্যান্সিং শিক্ষার ওয়েবসাইট থেকেঃ আপনি গুগলে সার্চ করলেই এমন অনেক
সাইট পেয়ে জাবেন যেগুলো থেকে খুব সহজে ফ্রিল্যান্সিং শিক্ষা যায়। এর জন্যে আপনাকে
ফ্রিল্যান্সিং পছন্দের সেক্টর লিখে গুগলে সার্চ করলেই সাইট গুলো চলে আসবে। সেই
সাইটে ঢুকে বিভিন্ন ভিডিও দেখে বা আর্টিকেল পড়ে আপনি ফ্রিল্যান্সিং শিখতেপারবেন
মোবাইল দিয়ে।
কোন ফ্রিল্যান্সিং টিচারের কাছেঃ আপনি চাইলে কোন প্রফেশনাল ফ্রিল্যান্সিং
টিচারের কাছে ক্লাস করতে পারেন। এক্ষেত্রে টিচার থেকে কোর্স ক্রয় করতে হবে এবং
টিচার যুম অ্যাপ বা যেকোনো ভিডিও কনফারেন্স অ্যাপ এর ব্যবহার করে আপনার ক্লাস
নিবে। এভাবে মোবাইল দিয়ে ক্লাসে যুক্ত হয়ে খুব সহজে মোবাইল দিয়ে আপনি
ফ্রিল্যান্সিং শিখতে পারবেন।
কোন সরকারি সংস্থা থেকেঃ বর্তমানে বেকারদের পাশে দারানর জন্যে এবং বসে না
থেকে তাদের আয়ের উৎস তৈরি করার জন্যে বিভিন্ন সংস্থা ফ্রিল্যান্সিং কোর্স
করাচ্ছেন। সরকারি সংস্থা গুলো আপনাকে মোবাইল ফোনের মাধ্যমে ফ্রি কোর্স করাবে এবং
আপনি মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন।
ওপরে আলচিত প্রত্যেকটি বিষয় থেকে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন মোবাইল দিয়ে।
বর্তমান সময়ে সব কিছু মোবাইল দিয়েয় সম্ভব। আপনি যেমন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং
শিখতে পারবেন তেমনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকামও করতে পারবেন।
আজকের আমাদের পোস্ট সম্পূর্ণ পড়ার মাধ্যমে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কে সব
কিছু জানতে পারবেন।
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সেরা সাইট গুলো
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সেরা সাইট গুলো সম্পর্কে জানবেন আমাদের এই পোস্ট থেকে।
আপনি যেমন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন তেমনি মোবাইল দিয়ে
ফ্রিল্যান্সিং করতেও পারবেন। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে প্রতিদিন ভালো
পরিমানে ডলার ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং করার সাইট গুলো দেখেনি এবং
বিস্তারিত জেনেনিঃ
freelancing.com
fiver
upwork
ordinaryit.com
freelancing.com: এটি একটি ফ্রিল্যান্সিং সাইট। এই সাইটে প্রচুর কাজ
পেয়ে জাবেন। আপনার দক্ষতা অনুযায়ী আপনি যেকোনো কাজ করতে পারবেন। প্রথমে আপনাকে
একটি প্রফাইল তৈরি করতে হবে এবং সেখানে আপনি কোন কাজ করতে পারেন সে সম্পর্কে
তথ্য দিয়ে রাখুন। বিদেশি গ্রাহকরা আপনাদের প্রোফাইল দেখে আপনার সাথে যোগাযোগ
করবে।
তারপরে তাদের সাথে কথা বলে কাজ নিতে হবে। সময় মতো কাজ ডেলিভারি করে আপনি পেয়ে
জাবেন ডলার যেটি আপনার ব্যাংক একাউন্টে যোগ হয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার
যেকোনো একাউন্টে টাকা নিয়ে নিতে পারবেন।
fiver: ফাইবার একটি ফ্রিল্যান্সিং কাজের সাইট। এখানে আপনি আপনার
প্রফাইল তৈরি করে নির্দিষ্ট দক্ষতা অনুযায়ী কাজ পাবেন বিদেশি ক্লায়েন্ট থেকে। সময়
মতো কাজ করে তাদের ডেলিভার করার মাধ্যমে আপনি আপনার কাজের বিনিময়ে ডলার পাবেন
আপনার ব্যাংক একাউন্টে।
upwork: অন্য দুটি সাইটের মতো এটি একটি ফ্রিল্যান্সিং সাইট। এখানেও
আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। এখানেও আপনার প্রফাইল তৈরি করে নির্দিষ্ট কাজের
জন্যে অপেক্ষা করা লাগবে। আপনার প্রোফাইল দেখে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে কাজ
দিবে এবং সেই কাজের বিনিময়ে আপনি ডলার পাবেন যা আপনার ব্যাংক একাউন্টে যোগ হবে।
ordinaryit.com: এটি একটি সাইট যেখানে আপনি বাংলা ব্লগ লিখে ভালো পরিমানে
ইনকাম করতে পারবেন। প্রথমে আপনাকে আর্টিকেল লিখা শিখতে হবে, আপনি চাইলে তাদের
কাছেও শিখে নিতে পারেন। তারপর তাদের কাছে কাজের জন্যে আবেদন করলে তারা আপনাকে
তাদের দলে নিয়ে নিবে। প্রতিদিন আর্টিকেল লিখে দেওয়ার মাধ্যমে প্রতি মাসে ১৫ হাজার
টাকা পেয়ে জাবেন আপনার বিকাশ, নগদ, রকেটে।
ওপরের প্রত্যেকটি সাইট আপনি মোবাইল দিয়ে চালনা করতে পারবেন। যেকোনো কাজ আপনি
মোবাইল দিয়ে গ্রহন করতে পারবেন খুব সহজে। কিন্তু সব কাজ মোবাইল দিয়ে করা সম্ভব
না। এজন্যে আপনাকে অবশ্যই জানতে হবে কোন কাজ গুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন।
কিন্তু ওপরের সাইটগুলো থেকে আপনি যেকোনো কাজ গ্রহন করতে পারবেন সহজেয়।
মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়
মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায় অনেকেই ভাবেন। সবাই মনে করে ফ্রিল্যান্সিং অনেক কঠিন কাজ টাই হয়ত মোবাইল দিয়ে এই কাজ করা সম্ভব না। কিন্তু
আপনাকে অবশ্যই সঠিক তথ্য জানতে হবে। বর্তমানে আমাদের সবার কাছে মোবাইল থাকে ছোট
থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। আপনি চাইলেই আপনার হাতে থাকে ফোন
দিয়ে ফ্রিল্যান্সিং করে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন।
হ্যাঁ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব। ফ্রিল্যান্সিং জগতে অনেক কাজ রয়েছে যেগুলো আপনি মোবাইল দিয়েয় করতে পারবেন।
তবে ফ্রিল্যান্সিং এর সকল কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেননা। কিন্তু বেসিরভাগ
কাজ যেগুলো করে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন সেগুলর প্রায় বেসির ভাগ কাজ
আপনি মোবাইল দিয়েয় করতে পারবেন। অর্থাৎ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব অনেক সহজে।
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কি কি কাজ করা যায়
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কি কি কাজ করা যায় তা জানবেন আজকের এই পোস্ট থেকে।
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর যেকোনো কাজ আপনি শিখতে পারবেন। কিন্তু মোবাইল দিয়ে
সব কাজ করা যায়না। তবে বেশিরভাগ কাজ আপনি মোবাইল দিয়েয় করতে পারবেন। আজকের এই
সম্পূর্ণ পোস্ট মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কেই। আসুন জেনেনি কোন কোন কাজ
মোবাইল দিয়ে করা যায়।
ব্লগিং বা আর্টিকেল রাইটিং
ডিজিটাল মার্কেটিং
ফেসবুক কন্টেন্ট তৈরি
ইউটিউবিং
অ্যাফিলিয়েট মার্কেটিং
ডাটা এন্ট্রি
ভিডিও এডিটিং
ফটোগ্রাফি
সোশাল মিডিয়া ম্যানেজার
গ্রাফিক্স ডিজাইন
ব্লগিং বা আর্টিকেল রাইটিংঃ মোবাইল দিয়ে আপনি খুব সহজেই আর্টিকেল রাইটিং
করতে পারবেন। এক্ষেত্রে যে কাজ দিবে আপনাকে বলে দিবে কোন একটা বিসয়ের ওপর একটা
আর্টিকেল লিখতে আপনি মোবাইলে টাইপ করে দ্রুত কাজটি করে ফেলতে পারবেন খুব সহজে।
এই কাজের জন্যে আপনি ভালো পরিমানে অর্থ উপার্জন করতে পারবেন। এই কাজের জন্যে
মোবাইলে কিছু অ্যাপের প্রয়োজন হয়। যেমনঃ
google docs
wps office
microsoft office word
ডিজিটাল মার্কেটিংঃ আপনি মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং এর যেকোনো কাজ
খুব সহজেয় করতে পারবেন। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং,
ইনস্ত্রাগ্রাম মার্কেটিং সহ ডিজিটাল মার্কেটিং এর যত কাজ আছে সবগুলো খুব
সহয়েই আপনি করতে পারবেন মোবাইল দিয়েন এবং ঘরে বসে ইনকাম করতে পারবেন লাখ লাখ
টাকা।
ফেসবুকে কনটেন্ট তৈরিঃ আপনি মোবাইল দিয়ে কনটেন্ট বা ভিডিও তৈরি করে সেটা
আপনার ফেসবুকে পাবলিশ করে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন। যেকোন একটি বিষয়
নিয়ে প্রতিদিন ভিডিও বানিয়ে সেটা ফেসবুকে পাবলিশ করে ভালো পরিমানে ইনকাম করতে
পারবেন।
ইউটিউবিংঃ আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাইলে ইউটিউবিং করতে
পারেন। প্রতিদিন ভিডিও তৈরি করে ইউটিউব থেকে এবং গুগল অ্যাডসেন্স থেকে ভালো
পরিমানে ইনকাম করতে পারবেন খুব সহজে। আর এই কাজ মোবাইল দিয়েয় করতে পারবেন
প্রফেশনালি।
অ্যাফিলিয়েট মার্কেটিংঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কথা আসলে প্রথমে আসে
অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনার নিজের কোন পণ্য না থাকা সত্ত্বেও আপনি পণ্য
বিক্রি করে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন খুব সহজে। এখেত্রে কোন অনলাইন শপের
পণ্য আপনি আপনার মাধ্যমে বিক্রি করতে পারলে লাভের একটি অংশ আপনি পেয়ে জাবেন। যে
কাজটি মোবাইল দিয়ে খুব সহজেই করতে পারবেন।
daraz
amazon
ওপরের দুটি বড় অনলাইন কোম্পানির পণ্য বিক্রি করে প্রতিদিন ভালো পরিমানে লাভ
অর্জন করতে পারবেন তাও মোবাইল দিয়ে।
ডাটা এন্ট্রিঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ডাটা এন্ট্রি একটি
সহজ কাজ। কোন একটা বিষয় সম্পর্কে কোন তথ্য অনলাইনে লিখা বা ডিজিটাল ভাবে লিখাকে
ডাটা এন্ট্রির কাজ বলে। মোবাইল দিয়ে খুব সহজেই কাজটি করতে পারবেন। এই কাজের
জন্যে কিছু অ্যাপের প্রয়োজন হতে পারে যেমনঃ
google docs
wps office
microsoft office word
ভিডিও এডিটিংঃ ফ্রিল্যান্সিং জগতে ভিডিও এডিটিং এর অনেক ডিমান্ড। ভিডিও এডিটিং
এর অনেক কাজ পেয়ে জাবেন ফ্রিল্যান্সিং জগতে আর এই কাজটি আপনি করতে পারবেন আপনার
মোবাইল দিয়েয়। ভিডিও সুন্দর করে এডিট করে বায়ারকে সেটা দিয়ে আপনি অনেক ডলার
ইনকাম করতে পারবেন। ভিডিও এডিটিং এর জন্যে কিছু মোবাইল অ্যাপের প্রয়োজন হয়
যেমন ঃ
kinemaster
cupcat
power director
ফটোগ্রাফিঃ মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে আপনি অনেক টাকা ইনকাম করতে
পারবেন। এরকম অনেক সাইট আছে যেখানে আপনার তোলা সেরা কিছু ছবি তাদের কাছে
বিক্রি করে ডলার ইনকাম করতে পারবেন। সুন্দর ছবি উঠিয়ে সেটাকে এডিট করে আপনি
ফটো বিক্রি করে ভালো রকমের ইনকাম করতে পারবেন। মোবাইল দিয়ে ফটোগ্রাফি কাজ খুব
সহজেই করতে পারবেন।
সোশাল মিডিয়া ম্যানেজারঃ অনেক অনলাইন কোম্পানি থাকে যাদের অনেক পেজ বা
আইডি থাকে সেগুলো ম্যনেজ করা অনেক কঠিন হয়ে যায় বা কাস্টমারদের সাথে সাথে রিপলে
দেবার জন্যে সোশাল মিডিয়া ম্যানেজার প্রয়জন হয়। যে কাজটি আপনি খুব সহজেই মোবাইল
দিয়ে করতে পারবেন এবং ভালো পরিমানে ইনকাম করতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইনঃ মোবাইল দিয়ে খুব সহজে গ্রাফিক্স ডিজাইন করে ভালো পরিমানে
ইনকাম করতে পারবেন। বায়ার কাছ থেকে কোন ডিজাইন বানাতে হবে সেটি সম্পর্কে যেনে
ভালো রকমের লোগো বা গ্রাফিক্স ডিজাইন করে বায়ারকে সেটা ডেলিভার করে ভালো
পরিমানে ইনকাম করতে পারবেন। মোবাইল দিয়ে এই কাজ করা একটু কঠিন কিন্তু করতে
পারবেন। গ্রাফিক্স ডিজাইন করতে কিছু মোবাইল অ্যাপের প্রয়োজন হয় যেমনঃ
canva
adove illustartor draw
adove spark
pixellab
ওপরের সব কাজ গুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। আপনি চাইলে ওপরের যেকোনো
কাজকে প্রফেশনাল শিখে আপনি এই কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং এর এই কাজ গুলো
করে আপনি ভালো পরিমানে অর্থ উপার্জন করতে পারবেন খুব সহজেই। মোবাইলে কিছু অ্যাপ
ব্যবহার করে এই কাজ গুলো সম্পূর্ণ করতে পারবেন। উপার্জিত অর্থ আপনি আপনার
ব্যাংক একাউন্টে নিয়ে নিতে পারবেন।
ফ্রিল্যান্সিং করতে কেমন মোবাইলের প্রয়োজন
ফ্রিল্যান্সিং করতে কেমন মোবাইল প্রয়োজন তা অনেকেই জানেননা। আপনারা যারা
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের অবশ্যই জানা উচিত যে কেমন মোবাইল
দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব। কারণ ফ্রিল্যান্সিং করতে গেলে আপনি যেকোনো রকমের মোবাইল দিয়ে এই কাজ করতে পারবেননা
অবশ্যই ভালো একটি মোবাইল লাগবে। আসুন বিস্তারিত জেনেনি
ফ্রিল্যান্সিং করতে আপনার একটি ভালো ব্রান্ডের মোবাইলের প্রয়োজন। কারণ কাজ
গুলো সহজ হলেও কাজ গুলো করতে আপনার ভালো একটি ডিভাইসের প্রয়োজন পরবে। অন্তত ৬
জিবি র্যম এবং ১২৮ জিবি স্টোরেজ এর ফোন লাগবে এবং ফোনে অবশ্যই ভালো মানের একটি
প্রসেসর থাকতে হবে। তাহলে আপনি আপনার কাজ খুব দ্রুততার সাথে এবং ভালো ভাবে কাজ
করতে পারবেন।
লেখক মন্তব্য - মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো
মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো তা যেনেছি আজকের এই পোস্ট থেকে। মোবাইল
দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব এবং কিভাবে কোথায় কাজ করবেন সে সম্পর্কে সকল তথ্য
জানান হয়ছে আজকের এই পোস্ট থেকে। অনলাইনে সময় নষ্ট না করে ঘরে বসে অনেক টাকা
ইনকাম করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে।
বর্তমানে আমরা সকলে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার করি। এই ইন্টারনেটকে
ব্যবহার করে ভালো ইনকাম করা সম্ভব এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। ছাত্র জিবনে বা
বেকার বসে না থেকে ওপরের কাজগুলো করতে পারেন। যদি সঠিক ভাবে কাজগুলো করতে পারেন
তাহলে ভবিষ্যতে চাক্রির ওপর ভর না করে ফ্রিল্যান্সিংকে কেরিয়ার হিসেবেও নিতে
পারেন। ধন্যবাদ পাঠক।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url