অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা গোপনীয় টিপস

অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চান, কিন্তু সঠিক বুদ্ধি বা ধারনা খুজে পাচ্ছেন না তাহলে আজকের এই পোস্ট আপনার জন্যে। পোস্ট থেকে ধারনা পাবেন কিভাবে খুব অল্প পুঁজিতে একটি ভালো পরিমানে লাভ হবে এরকম ব্যবসা দার করাবেন।

অল্প-পুঁজিতে-লাভজনক-ব্যবসা

আপনার যদি পুজি অল্প থাকে কিন্তু ব্যবসা করার ইচ্ছে আছে এবং যে ব্যবসা থেকে ভালো পরিমানে একটা পাবেন এমন ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানাবো এবং কিভাবে করবেন কত টাকা খরচ সকল বিষয়ে জানতে পারবেন আমাদের এই পোস্ট থেকে। আসুন জেনেনি অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা সম্পর্কে।

পেজ সুচিপত্রঃ অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা

অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা

অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা অনেক গুলো রয়েছে। তবে সেগুলো সম্পর্কে প্রথমে সঠিক ধারনা এবং কিভাবে কি করতে হবে তা জানাটা অত্যন্ত জরুরি। আপনার মাথায় অনেক গুলো  ব্যবসা বুদ্ধি আসতে পারে কিন্তু সব গুলো তো আপনি করতে পারবেন না বা সব গুলো আপনার জন্যে সঠিক বা লাভ জনক হবেনা। এজন্যে আপনাদের সঠিক লাভজনক ব্যবসা সম্পর্কে ধারনা দিবো। আসুন বিস্তারিত জেনেনি অল্প পুঁজিতে লাভ জনক ব্যবসা সম্পর্কে।
  • ফটোগ্রাফি ব্যবসা
  • জুসের দোকান বা জুস বার
  • কফি শপের ব্যবসা
  • কসমেটিক পন্য বিক্রি বা দোকান
  • কাপড়ের ব্যাবসা
  • ফাস্ট ফুডের দোকান
  • ছোট বাচ্চা বা মা দের পন্যের দোকান
  • বই খাতা কলম এর দোকান
  • ছোট বাচ্চাদের খেলনার দোকান
ওপরের প্রত্যেকটি ব্যবসা কম পুঁজিতে শুরু করতে পারেন। ছাত্র জীবনে বা বেকার বসে না থেকে খুব অল্প টাকাই পণ্য গুলো কিনে ভালো একটি লাভের মাধ্যমে বিক্রি করতে পারেন। আপনি যদি ভাবেন কিভাবে কত টাকা লাগবে এবং কেমন টাকা লাভ হবে তাহলে চিন্তা করবেননা পুরো পোস্ট জুরে আমরা আলোচনা করব এই ব্যবসা গুলো সম্পর্কে। 

ফটোগ্রাফি ব্যবসা 

ফটোগ্রাফি ব্যবসা শুরু করতে পারেন। এটি অনেক লাভ জনক একটি ব্যবসা। ছাত্র অবস্থায় থেকেও ফাকা সময়ে চায়লেই আপনি এই ব্যবসা টি করতে পারবেন। বর্তমান সময়ে ফটোগ্রাফি সবাই পছন্দ করে। বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন দর্সনিয় স্থানে গিয়ে আপনি এই ফটোগ্রাফি ব্যবসা করতে পারেন। আসুন বিস্তারিত জেনেনি এই সম্পর্কে

ফটোগ্রাফি ব্যবসা করতে অনেক পুজির দরকার হয়না। আপনাকে শুধু একটি ক্যামেরা প্রয়জন হবে। কাজের কোন অভাব নেই কারণ বাংলাদেশের মতো এত জনসংখ্যা বহুল দেশে কথাও না কথাও কোন উৎসব হচ্চেই। এই অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত গুলো সৃতি হিসেবে ধরে রাখতে একজন ফটোগ্রাফার এর প্রয়োজন। যে ফটোগ্রাফিটা আপনি খুব সহজেই করতে পারেন।

প্রথমত আপনাকে একটি ডিএসএলআর কামেরা প্রয়োজন হবে। চাইলে অল্প টাকার মধ্যে একটি সেকেন্ড হ্যান্ড কামেরা কিনে ফেলতে পারেন। বিভিন্ন অনুষ্ঠানে বা বিয়েতে গিয়ে ফটোগ্রাফি করে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন। এই ব্যাবায় খরচ একবারি শুধু কামেরা টাই তার পর প্রতিবার কামেরা চার্জ করবেন এবং সেখান থেকেই টাকা ইনকাম করতে পারবেন সহজে এবং লাভ করতে পারবেন ভালো রকমের।

জুসের দোকান বা জুসবার - অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা

জুসের দোকান বা জুস বার যেটাকে বলে এই ব্যবসা করে ভালো রকমের লাভ করতে পারবেন অল্প পুজি থেকে। এই ব্যবসার জন্যে আপনাকে বেশি কিছু জানতে বা ব্যায় করতে হবেনা। আপনি আপনার হাতের কাজ এবং কিছু টাকা লাগিয়ে এই ব্যবসা একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এমনকি ভালভাবে কাজ করতে পারলে পরে এটি থেকে বড় কিছুও করতে পারবেন আপনি।

জুসবার দিতে হলে আপনাকে ছোট্ট একটি জায়গার প্রয়োজন। সঠিক জায়গা নির্বাচন করে ছোট একটি জুস বার দিয়ে দিতে পারেন। এর খরচ হিসেবে আরও কিছু আছে যেগুলো হলো ফল কিনার জন্যে এবং বাবহিত দ্রবাদি এছাড়া মেসিনিরিজ এর ক্ষেত্রে খরচ করতে হবে। মেসিনিরিজ হিসেবে একটি সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন অল্প টাকার মধ্যে।
জুসের ব্যবসা ক্ষেত্রে শুধু বিভিন্ন রকমের ফল দোকানে রাখতে পারেন। পরিস্কার কিছু গ্লাস রাখতে হবে যেগুলোর মধ্যে করে জুস দিবেন ক্রেতাকে। বাংলাদেশে গরমের সময়ে প্রতিটা মানুষ একটু শান্তির জন্যে জুস খেয়ে থাকেন। ভালো রকমের জুস তৈরি করে আপনি ভালো রকমের ইনকাম করতে পারবেন। এই ব্যবসার পুজি অনেক কম কিন্তু আপনি ভালো পরিমানে লাভ করতে পারবেন।

কফিশপ ব্যবসা

কফিশপ ব্যবসা করতে পারেন খুব সহজে। বর্তমানে মানুষ একটু ফাকা সময় কাটানোর জন্যে বা অফিসের বিভিন্ন ডিল করতে বা বন্ধুদের সাথে আড্ডা দেয়ার জন্যে একটি কফিশপ হবে সব থেকে ভালো জায়গা। আপনি খুব সহজে একটি কফি শপ দিয়ে দিতে পারেন অল্প পুজির মধ্যে। কিন্তু এটা থেকে একটি ভালো পরিমানে লাভ করতে পারেন। আসুন বিস্তারিত জেনেনি।
কফিশপের ব্যবসা করতে হলে আপনার প্রয়োজন ভালো রকমের কফি বানানোর পদ্ধতি।এছারা আপনি চাইলে একটি কফি মেশিনও রাখতে পারেন। বর্তমানে কফি মেশিন ভারায় পাওয়া যায়। এজন্যে আপনার অতিরিক্ত খরচ করতে হবে না। একটি সুন্দর পরিবেশে যদি সুন্দর করে সাজিয়ে কফিশপ দিতে পারেন তাহলে এটি হতে পারে আপনার ভবিষ্যতে আয়ের উৎস।

কসমেটিক পন্য বিক্রি

কসমেটিক পন্য বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। কসমেটিক পন্য বিক্রি একটি ভালো ব্যবসা। এই ব্যবসাই খুব স্বল্প পরিমানে অর্থ প্রয়োজন। ছাত্র অবস্থায় এবং বেকার বসে না থেকে নির্দ্বিধায় এই ব্যবসাটি করতে পারেন। চায়লে আপনি একটি দোকান দিয়ে ফেলতে পারেন কসমেটিক পন্যের। আসুন বিস্তারিত জেনেনি

অল্প পুজি দিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। আপনাকে কিছু কসমেটিক পন্য ক্রয় করতে হবে বড় কোন দোকান থেকে কম টাকা দিয়ে। পরে আপনার দোকানে সেটিকে একটু লাভেই বিক্রি করে দিতে পারেন। সাধারণত মেয়েদের টার্গেট করে দোকানের পন্য উঠাবেন। কারণ মেয়েরা কসমেটিক পন্য বেশি ব্যবাহার করে এবং বেশি আকর্ষিত হয়। 

চায়লে এই ব্যবসা আপনি অনলাইনে শুরু করতে পারেন। অনলাইনে একটি আইডি খুলে সেটাতে আপনার পন্যের ছবি সহ বিবরন এবং মুল্য তালিকা দিলেই মানুষ সেটি পছন্দ করে আপনার কাছে অর্ডার করবে। এভাবে খুব অল্প টাকা ব্যবসা শুরু করে ভালো পরিমানে লাভ করতে পারবেন। অল্প পুঁজিতে লাভজনক ব্যাবসার এটি অনেক ভালো একটি বুদ্ধি হতে পারে যদি সঠিক ভাবে ব্যবহার করেন।

কাপড়ের ব্যবসা

কাপড়ের ব্যবসা একটি ভালো ব্যবসা ভালো করে করতে পারলেয়। আপনার মধ্যে যদি একটু হাতের কাজের দক্ষতা থাকে তাহলে এই ব্যবসা থেকে একটি ভালো রকমের অর্থ উপার্জন করতে পারবেন। সঠিক বুদ্ধি এবং সঠিক ভাবে কাজ করতে পারলেই আপনি এই ব্যবসা করে আপনার ভবিষ্যৎও নিশ্চিত করতে পারবেন। আসুন বিস্তারিত জেনেনি

আপনি নতুন নতুন ফ্যশান দেখে সেই অনুযায়ী হাতের কাজ করে পশাকের নতুন স্টাইল যোগ করতে পারেন। পরে সেটিকে দোকানে বা বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিক্রি করতে পারেন খুব সহজে। ফেসবুকে একটি পেজ খুলে সেই পেজে আপনার তৈরি কাপড়ের ছবি এবং বিবরন দিয়ে আপনি আপনার ব্যবসা অনলাইনে করতে পারেন। এক্ষেত্রে আপনার তেমন কোন পুজি লাগবে না শুধু ভালো হাতের কাজ জানা লাগবে। কিন্তু লাভ আসবে প্রচুর।

ফাস্ট ফুডের দোকান

ফাস্ট ফুডের দোকান একটি ভালো ব্যবসার বুদ্ধি। আপনি খুব সহজে ছোট একটি দোকান দিয়ে বা ভ্যানের ওপর করে এগুলা বিক্রি করতে পারেন। বর্তমান জুগে ফাস্ট ফুড ছাড়া কারো চলেই না। সেক্ষেত্রে এটিকে ব্যবহার করে আপনি একটি ভালো ব্যবসা দার করিয়ে ফেলতে পারেন। আসুন বিস্তারিত জেনেনি ফাস্ট ফূড দোকান সম্পর্কে।

বর্তমানে সবাই ভালো পরিমানে ফাস্ট ফুড খেয়ে থাকে। এজন্যে আপনি একটি ফাস্ট ফুড দোকান দিতে পারেন। পুজি কম লাগবে কিন্তু ভালো ভাবে রান্না বা তৈরি করতে পারলেই আপনি ভালো সারা পাবেন। জেহুতু ফাস্ট ফুডের চাহিদা সাধারণত সন্ধার পর উঠে। সেহুতু একজন ছাত্র অবস্থায় বা অন্যান্য কাজের পাশাপাশি সন্ধায় আপনি এই ব্যবসাটি করতে পারেন। ভালো রকমের মুনাফা অর্জন করতে পারবেন এই ব্যবসা থেকে। 

বই খাতা কলমের দোকান

বই খাতা কলমের দোকান দিতে পারেন। ব্যাবসার বুদ্ধিটা অনেক ভালো। এই ব্যাবসার  জন্যে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যায় করতে হবে না অর্থাৎ পুজি অনেক থাকলেও কোন সমস্যা নেই। এই ব্যাবসাই কোন দক্ষতার প্রয়োজন নেই তবুও ভালো পরিমানে মুনাফা অর্জন করতে পারবেন। আসুন বিস্তারিত জেনেনি বই খাতা কলমের দোকান সম্পর্কে।
অল্প-পুঁজিতে-লাভজনক-ব্যবসা
কোন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই দোকানটি দিতে পারেন। স্কুল, কলেজ, ভার্সিটি সকল প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উপাদান গুলো আপনার দোকানে রাখতে পারেন। ফলে যেকোনো প্রতিষ্ঠানের ছাত্র বা ছাত্রী এসে যেন তাদের কাঙ্ক্ষিত পণ্যটি পায়। ফলে আপনার বিক্রি অনেক বেশি হবে এবং আপনি ভালো রকমের মুনাফা অর্জন করতে পারেন। কম টাকা ব্যায় করে ভালো মুনাফা অর্জন করতে পারবেন এই ব্যবসা থেকে।

ছোট বাচ্চাদের খেলনার দোকান

ছোট বাচ্চাদের খেলনার দোকান দিতে পারেন আপনি অল্প পুজির ব্যবসা হিসেবে। এই ব্যবসা ভালো পরিমানে ইনকাম করতে পারবেন। সঠিক জায়গায় দোকান দিতে পারলে আর একটু পুজি থাকলেই আপনি খুব সহজে একটি ব্যবসা দার করিয়ে ফেলতে পারবেন। এই ব্যবসা করতে কোন দক্ষতার প্রয়োজন পরেনা। শুধু ভালো মতো বিক্রি করতে পারলেই ভালো পরিমানে একটি লাভ অর্জন করতে পারবেন। 

বর্তমানে বাংলাদেশে খেলনার ব্যবসা অনেক ভালো চলে। খেলনার ব্যবসা বাংলাদেশের শীর্ষ স্থানীয় বাজারের একটি বড় অংশ জুরে আছে। আপনি বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে খেলনা আমদানি করতে পারেন এবং সেই খেলনা গুলো বিভিন্ন ছোট দোকানিদের বা আপনিও একটি দোকান দিতে পারেন। কিছু টাকা এর পিছনে ব্যবহার করলে আপনি ভালো রকমের একটি লাভ করতে পারেন খুব  সহজে। 

এই ব্যবসা ক্ষেত্রে তেমন কোন দক্ষতা লাগে না আপনি বিদেশ থেকে খেলনা আমদানি করতে পারলে এটি হবে আপনার জন্যে সব থেকে বেশি লাভজনক। যারা ছোট দোকানি আছে তাদের দোকানে খেলনা সরবারাহ করে এবং নিজে একটি বড় দোকান দেবার মাধ্যমে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। কম পুঁজিতে লাভজনক ব্যবসার এটি একটি ভালো উদাহরন। 

লেখক মন্তব্য - অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা

ওপরে সম্পূর্ণ পোস্ট জুরে কিভাবে কম টাকা বিনিয়গ করে সেটা থেকে ভালো রকমের অর্থ লাভ করতে পারেন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি চায়লে ওপরের যেকোনো ব্যবসা খুব সহজে করতে পারেন। তবে ব্যবসা শুরু আগে সে সম্পর্কে সঠিক জ্ঞান এবং আপনার দক্ষতা অনুযায়ী করবেন। সঠিক ভাবে পুজি যোগার করে তারপর ব্যবসায় যোগ দিবেন।

ওপরের প্রত্যেকটি ব্যবসা করে আপনি ভালো রকমের ইনকাম করতে পারবেন। এমনকি মাস শেষে আপনার একটি ভালো পরিমানে লাভ হতে থাকবে। অবশ্যই সততার সহিত ব্যবসাটি করার চেষ্টা করবেন। নিজের দক্ষতা কাজে লাগিয়ে আপনার ব্যবসাকে অনেক বড় করতে পারেন এবং পরবর্তীতে এই ব্যবসা দিয়ে আপনি একটি ভালো রকমের ব্যবসা প্রতিষ্ঠান দার করাতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url