থার্টি ফার্স্ট নাইট মানে কি - থার্টি ফার্স্ট নাইট ইতিহাস

থার্টি ফার্স্ট নাইট মানে কি এবং এই রাতে কি হয়, এই রাতের ইতিহাস সহ ইসলাম এই রাত সম্পর্কে কি বলে সকল অজানা তথ্য জানবেন আজকের এই পোস্ট থেকে। থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে সকল সঠিক নির্ভুল ইতিহাস বিস্তারিত জানতে পারবেন। আসুন পোস্টটি সম্পূর্ণ পড়ি।

থার্টি-ফার্স্ট-নাইট-মানে-কি

বর্তমান সময়ে  থার্টি ফার্স্ট নাইট নিয়ে অনেক মাতামাতি অনেক উৎসব বা অনেক কিছু হয়ে থাকে। কিন্তু আমরা অনেকে এর সঠিক ইতিহাস বা থার্টি ফার্স্ট নাইট মানে কি সেটা সঠিক জানিনা। তাই আজকের এই পোস্ট থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে।

পেজ সুচিপত্রঃ থার্টি ফার্স্ট নাইট মানে কি

থার্টি ফার্স্ট নাইট মানে কি - থার্টি ফার্স্ট নাইট অর্থ কি

থার্টি ফার্স্ট নাইট মানে কি অনেকেই জানেন না তবে আজকের এই পোস্ট আপনার জন্যে। থার্টি ফার্স্ট নাইট নিয়ে অনেক প্রশ্ন বা অনেক জানার ইচ্ছে থাকে কিন্তু সঠিক তথ্য জানা যায়না। থার্টি ফার্স্ট নাইট এর একটি নির্দিষ্ট অর্থ রয়েছে। থার্টি ফার্স্ট নাইট জানা বা বুঝার জন্যে অবশ্যই এর সঠিক অর্থ বা মানে আপনাকে জানতে হবে। আসুন জেনেনি বিস্তারিত থার্টি ফার্স্ট নাইট অর্থ কি।

 থার্টি ফার্স্ট নাইট এর অর্থ করতে গেলে এটিকে ভাঙতে হবে যেমন থার্টি অর্থ ত্রিশ হয় ফার্স্ট অর্থ প্রথম আর নাইট অর্থ রাত অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট অর্থ হচ্ছে একত্রিশ এর রাত। অর্থাৎ একত্রিশ তারিখ রাতকে থার্টি ফার্স্ট নাইট বলা হয়। মুলত এই বছরের শেষ রাত আর নতুন বছরের প্রথম রাতকে থার্টি ফার্স্ট নাইট বলা হয়। পুরন বছরের দুখ কষ্ট ভুলে নতুন বছরে পা রাখার জন্যে এই রাত পালন করা হয়।

পুরো পৃথিবী জুরে প্রায় সব জায়গায় থার্টি ফার্স্ট নাইট পালন করা হয়। তবে অনেকেই এর সঠিক তথ্য জানেননা যা আমরা ওপরে আলোচনা করেছি। সাধারণত ডিসেম্বর মাসের শেষ দিন রাতে এই থার্টি ফার্স্ট নাইট পালন করা হয়। এজন্যে এই রাতের বা উৎসবের নামের পূর্বে থার্টি ফার্স্ট নাম যুক্ত রয়েছে। থার্টি ফার্স্ট নাইটকে নতুন বছরের ইভ বা নিউ ইয়ার ইভ বলা হয়।

থার্টি ফার্স্ট নাইট ইতিহাস

থার্টি ফার্স্ট নাইট ইতিহাস সম্পর্কে অনেকেই জানেননা। বর্তমানে পৃথিবী জুরে সব জায়গায় থার্টি ফার্স্ট নাইট পালন করা হয়। এটি উৎসব মুখর একটি রাত। মানুষ বিভিন্ন ভাবে আনান্দ উৎসব করে এই রাতটি পার করে। তবে সবাই  থার্টি ফার্স্ট নাইট এর উৎসবে মাতলেও সবাই কিন্তু থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য জানে না। আসুন বিস্তারিত জেনেনি থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস সম্পর্কে।

থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস অনেক পুরনো। জুলিয়াস সিজার নামক ব্যাক্তি হাত ধরে প্রথম এই ইংরেজি নববর্ষ বা নিউ ইয়ার এর প্রথা শুরু হয়েছে যা প্রায় ৪৬ খ্রিস্টপূর্ব দিকের কথা। পরবর্তী সময়ে গিয়ে জমশিদ জিনি ছিলেন পারশ্য সম্রাট তিনি আবার এই নউরাজের প্রচলন শুরু করেন প্রায় ৮০০ সালের দিকে। এই ভাবে পারশ্যে তখন থেকে এই উৎসব পালন শুরু হয়।

প্রথমে জুলিয়াস সিজারের নামে একটি ক্যালেন্ডার বা বর্ষপঞ্জিকা বের হয়। এই পঞ্জিকার প্রথমদিন টাকে ঔধহঁং নামক দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং বছরের প্রথম মাস জানুয়ারি তার নামানুসারে রাখা হয়।রোমানরা এই দেবতাকে শুরুর স্রষ্টা হিসেবে বিশ্বাস করত। এই স্রস্টাকে খুসি করতে এবং বছরটিকে ভালো মঙ্গলময় করতে তারা প্রথমে এই থার্টি ফার্স্ট নাইট উৎসব পালন করত।

ধিরে ধিরে বিভিন্ন দেশ বা মহাদেশ এর  মধ্যে এই উৎসবের ধারা ছরিয়ে পরে যেমনঃ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন ইসলামিক দেশ এবং ভারতবর্শে এই উৎসব প্রচালিত সুরু হয়। তবে বর্তমানে পুরো পৃথিবী জুরে এই উৎসব পালিত হয়। তবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন দিনে এই দিনটি বা উৎসবটি পালন করত না যেনে। তবে বর্তমানে সবাই ডিসেম্বর মাসের শেষ দিন রাতে থার্টি ফার্স্ট নাইট পালন করে।

এই উৎসবটি মুলত ইংরেজি নামে কারণ ইংরেজি সাল অনুযায়ী এই উৎসব পালিত হয়। তবে এই উৎসবের প্রচলক কোন ইংরেজ নয় সাধারণত জানা যায় খ্রিস্টান এই উৎসব বা থার্টি ফার্স্ট নাইট আবিস্কার করেন। দিনটি যে ডিসেম্বর মাসের শেষ দিন বা ৩১ তারিখ রাতে হবে সেটিও খ্রিস্টান জাতিরাই আবিস্কার করেছেন। এজন্যে থার্টি ফার্স্ট নাইট কে খ্রিস্টীয় নববর্ষ বা খ্রিস্টীয়ান নিউ ইয়ার বলা হয়। 

থার্টি ফার্স্ট নাইট উদযাপন

থার্টি ফার্স্ট নাইট উদযাপন সম্পর্কে বিস্তারিত জানবেন এই পোস্ট থেকে। বর্তমান পৃথিবীর জনপ্রিয় একটি উৎসব রাত হলো থার্টি ফার্স্ট নাইট। সারাবিশ্বের বিভিন্ন জায়গায় অনেক ধুমধাম করেই এই উৎসব পালিত হয়। বর্তমানে অনেক মুসলিম দেশগুলতে অনেক মুসলমান রাও এই উৎসবে যোগ দিয়ে থাকে। আসুন জেনেনি কিভাবে এই রাত উদযাপন করা হয়।

এই রাতে ছেলে মেয়েরা একসাথে অনেক অপকাজ করে। মুলত উৎসবটি শুরু হয় ৩১ তারিখ রাত বারোটার পর থেকে তাই সম্পূর্ণ রাত তাদের বাড়ির বাইরে কাটান লাগে। এই রাতে তারা অনেক ছোট ছোট পোশাক পরে ছেলে মেয়ে উভয়ে এবং নাচানাচি করে। নাচানাচির সাথে সাথে তারা মদ্যপান সহ বিভিন্ন নেশা করে থাকে। এভাবে পুরো পৃথিবী থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে।
এছাড়া বিভিন্ন ধরনের পিকনিক গান বাজান সহ রাতে ঘুরে বেরানর মাধমেও এই উৎসব পালন করা হয়। এসময় মানুষরা নিজেদের সংস্কৃতি নিজেদের ভুলে গিয়ে নানান কাজের মাধ্যমে এই রাতকে উদযাপিত করে। মুলত নতুন বছরকে বরন করে নেবার জন্যে এই অনুষ্ঠানটি পালন করা হয়। ছেলে মেয়ে একসাথে হয়ে এসব নানা উপকাণ্ডের মাধ্যমে এই থার্টি ফার্স্ট নাইট রাত উদাপন করে।

থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে ইসলাম কি বলে - থার্টি ফার্স্ট নাইট উদযাপনের ভয়ঙ্কর পরিণতি 

থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে ইসলাম কি বলে জানবেন আজকের এই পোস্ট থেকে। সেই শুরু থেকে পৃথিবীর অনেক ইসলামিক দেশ গুলোর কোন কোন জায়গায় থার্টি ফার্স্ট নাইট উদযাপিত হয়। আমাদের বাংলাদেশেও এখন এই রাতটিকে ধুমধাম করে পালন করা হয়। কিন্তু আমরা জানিনা এই থার্টি ফার্স্ট নাইট পালনের ফলে ধর্মীয় দিক থেকে আমাদের কি শাস্তি হতে পারে। আসুন বিস্তারিত জেনেনি।
থার্টি-ফার্স্ট-নাইট-সম্পর্কে-ইসলাম-কি-বলে
থার্টি ফার্স্ট নাইট সংস্কৃতি খ্রিস্টীয় সংস্কৃতি। তবে বর্তমানে অনেক মুসলিমরাও এই উৎসব পালন করছে, ধর্মীয় দিক থেকে যা একদম ঠিক নয়। ইসলামিক মত উনুসারে কোন যাতিকে ধ্বংস করতে হলে তাদের সংস্কৃতি পরিবর্তন বা সংস্কৃতি ধংস করতে হবে তাহলে ওই যাতি এমনিয় ধংস হয়ে যাবে। থার্টি ফার্স্ট নাইট উদযাপনের ফলে আমাদের সংস্কৃতি ধংসের মুখে।কারণ এটি একটি বিদেশি এবং বিধর্মী উৎসব।

থার্টি ফার্স্ট নাইট উদযাপনের মাধ্যমে আমাদের ইমান ও সংস্কৃতি দুটোই নষ্ট হচ্ছে। থার্টি ফার্স্ট নাইট ইতিহাসে বলা রয়েছে যে তাদের দেবতাকে সরন করার উদ্দেশ্যে এই দিনটিকে উদজাপন করে একজন মুসলিম হিসেবে  এই দিনটি উদাজপন করা উচিত নয় একদমি। ইসলাম আরও বলে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের মাধ্যমে আমরা তাদের অনুসরণ করতে পারিনা কারণ তারা ভুল, অভিশপ্ত। তাদের নিজের বানানো এসব উৎসব পালন করলে পাপ হবে।

মহান আল্লাহ তা'আলা কোরআনে এই সম্পর্কে বলেছেন। ইসলাম ধর্ম ব্যতিত অন্য কোন ধর্ম বা রিতিনিতি অনুসরণ করবে পরকালে তারা ক্ষতিগ্রস্তদের অন্তভুক্ত হবে। আমাদের প্রিয়ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ সম্পর্কে আরও বলেছেন যে যারা ইসলাম ব্যতিত অন্য ধর্মের উৎসব বা রিতিনিতি পালন করবে তাকে সেই ধর্মের অনুসারি বা অন্তরভুক্ত বলে ধরা হবে।

হযরত দাউদ (আঃ) বলেছেন যারা অন্য ধর্ম অনুসরণ করে বা তাদের উৎসব আচার রিতিনিতি অনুসরণ করে তাদের থেকে কোন প্রকার সাহায্য সহযোগিতা গ্রহন করতেন না তিনি ফিরিয়ে দিতেন তাদের। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন,"কোন মুশরিক ব্যাক্তি যদি যুদ্ধে অংশগ্রহন করতে চাইত নবী তাদের ফিরিয়ে দিত কারণ মুশরিকদের থেকে নবী কোন প্রকার সাহায্য চায় না"।

ওপরের প্রত্যেকটি নিয়ম ইসলাম এ বর্ণিত আছে। প্রতিটা ধর্মের আলাদা আলাদা অনুষ্ঠান বা রিতিনিতি রয়েছে। আমাদের ইসলামিক নিয়ম অনুসারে ইসলামিক রিতি অনুসারে সকল উৎসব বা রিতিনিতি পালন করতে পারবেন। অন্য ধর্মবলিদের অনুষ্ঠান বা রিতিনিতি অনুসরণ করা একদমই উচিত নয় আমাদের জন্যে। ইসলাম ধর্মে এইসব সম্পর্কে সকল সঠিক নির্দেশনা দেয়া রয়েছে।

থার্টি ফার্স্ট নাইট কি হারাম ইসলাম কি বলে

থার্টি ফার্স্ট নাইট কি হারাম ইসলাম কি বলে জানবেন আজকের এই পোস্ট থেকে। আমরা ইতোমধ্যে আলোচনা করেছি থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে ইসলাম কি বলে। তবে থার্টি ফার্স্ট নাইট কি আমাদের জন্যে সম্পূর্ণ হারাম নাকি সেটা জানবেন এই পোস্ট থেকে। থার্টি ফার্স্ট নাইট আমাদের ধর্মের উৎসব বা রিতিনিতি না ফলে এটি আমাদের পালন করায় উচিত নয়। আসুন বিস্তারিত জেনেনি। 

বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মুসলিম দেশ গুলতে থার্টি ফার্স্ট নাইট উদযাপিত হয়। এই দিন বা রাত উদযাপনের জন্যে তারা অনেক ছোট পোশাক পরে, মদ্যপান করে, নেশা করে, জ্ঞান বাজনা এবং নাচানাচি করে যা ছেলে মেয়ে সবাই একসাথে। প্রত্যেকটি বিষয় ইসলাম বিরোধী। একজন মুসলমান হিসেবে কোণটিই করা আনাদের জন্যে একদম উচিত নয় প্রত্যেকটি কাজ আমাদের জন্যে হারাম। 
এছাড়া এই দিনটি পালন শুরু হয়ে হয়েছিল খ্রিস্টীয় তাদের সেই দেবতা সরন করার উদ্দেশে এবং এই স্রস্টাকে খুসি করতে এই দিনকে তারা উদযাপিত করত। ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহ ব্যাতিত কাওকে স্রস্টা মানলে বা মনে করে কিছু করলে সেটা সিরক হবে এবং মুসলমানদের জন্যে এটি সম্পূর্ণ হারাম। একজন মুসলিম হিসেবে থার্টি ফার্স্ট নাইট পালন করা সম্পূর্ণ হারাম। 

কিভাবে নিজেকে থার্টি ফার্স্ট নাইট থেকে বিরত রাখবেন

কিভাবে নিজেকে থার্টি ফার্স্ট নাইট থেকে বিরত রাখবেন আসুন জেনেনি। বর্তমান প্রিথিবিতে থার্টি ফার্স্ট নাইট একটি স্বাভাবিক এবং জনপ্রিয় উৎসবে পরিনত হয়েছে। দিনটিকে সবাই উৎযাপন করে বিভিন্ন পদ্ধতিতে। বন্ধুরা বা বিভিন্ন আত্তিয়সজনরা ডাকে বা এই উৎসবে যুক্ত হতে বলে। কিন্তু আপনি নিজেকে সংযত রেখে এই রাতের অনুষ্ঠান থেকে নিজেকে বিরত রাখতে পারেন। আসুন বিস্তারিত জেনেনি  
কিভাবে-নিজেকে-থার্টি-ফার্স্ট-নাইট-থেকে-বিরত-রাখবেন
থার্টি ফার্স্ট নাইট এসব সিরক না করে এই সময়ে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন আপনি তাহাজ্জতের নামজ আদায় করতে পারেন। আল্লাহর কাছে বিভিন্ন দয়া করতে পারেন। এভাবে নিজেকে থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ হারাম থেকে নিজেকে বিরত রাখতে পারেন এবং সেই মূল্যবান সময়টি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন। ফলে আপনার পাপ তো হবে না উল্টো আপনি অনেক ভালো কাজের আল্লাহর কাজে নিজেকে মগ্ন রাখতে পারবেন।

লেখক মন্তব্য - থার্টি ফার্স্ট নাইট মানে কি

থার্টি ফার্স্ট নাইট মানে কি তা আমারা ওপরে সম্পূর্ণ আলোচনা করেছি। আমাদের সম্পূর্ণ পোস্ট জুরে থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে সকল সঠিক ও নির্ভুল তথ্য দেবার চেষ্টা করেছি। মুলত থার্টি ফার্স্ট নাইট ইসলাম বা আমাদের বাঙ্গালিদের সংস্কৃতি মধ্যে পরেনা। প্রথমত এটি ইংরেজদের সালের ওপর নির্ভর করে এই উৎসব পালিত হয় এবং এটি আমাদের ধর্ম বিরোধী।

একজন মুসলিম হিসেবে কখনওই এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা সঠিক নয়। তবে বর্তমানে জেভাবে এই উৎসব পুরো পৃথিবী জুরে পালিত হচ্ছে তা থেকে জেভাবেই হক আমাদের বিরত থাকতে হবে। বিদেশি সংস্কৃতি উদযাপন করতে গিয়ে নিজের ধর্ম বা যাতিকে ছোট করা জাবেনা। পুরো পৃথিবী কার জন্যে এই রাতটি উদযাপন করা সঠিক নয়। আশা করি থার্টি ফার্স্ট নাইট মানে কি বুঝেছেন। ধন্যবাদ পাঠক।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url